রোজের এই ইঁদুর দৌড়ে, আমাদের প্রত্যেকেরই চাই একটা ‘মি টাইম’, যে সময়টা কেবল নিজের সঙ্গে কাটাতে ভাল লাগে। ব্যস্ততা কাটিয়ে যদি দুটো দিনের ছুটি পান, কাউকে সাধার দরকার নেই একাই বেড়িয়ে পড়ুন Solo Trip -এ কাছেপিঠে। Solo Trip শুনেই চিন্তা হয় নানা রকম। যেখানেই যান না কেন, কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
Ring Platter-DIY: এনগেজমেন্ট আংটি বদল, সইসাবুদ! এভাবে সাজান বর-কনের আংটির থালা
একা ট্রিপ করলে অতিরিক্ত জামাকাপড় নিয়ে ব্যাগ ভারী করবেন না, ব্যাগে অবশ্যই রাখুন প্রয়োজনীয় ওষুধ, জল, শুকনো খাবার, ক্যাশ বেশ কিছুটা তাকে , নিজের আইডেন্টিটি কার্ড, ফোনের চার্জার , পাওয়ার ব্যাঙ্ক , হেডফোন।
কোথায় যাচ্ছেন তা জানিয়ে যান বাড়ির লোক বা কাছের মানুষদের, যেখানে যাবেন সেই সম্পর্কে আগে থেকেই একটু রিসার্চ করে রাখা ভাল, বেশ কিছু নম্বর জোগাড় করে রাখাও বুদ্ধিমানের কাজ হবে। তাই নিজেকে সময় দিতে আর ভাবার দরকার নেই, কেবল ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ুন।