অফিসের কাজের ফাঁকে মাঝেমধ্যেই ধূমপান করেন? শরীরের ক্ষতি করছেন ঠিকই, তবে অধূমপায়ী সহকর্মীদের তুলনায় বছরের অন্তত ৬ দিন বেশি ছুটি পাচ্ছেন নিশ্চিতভাবেই। একটি মার্কিন সমীক্ষা এই কথাই জানাচ্ছে।
আমেরিকার সমীক্ষা সংস্থা ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’ এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট বলছে, মার্কিন মুলুকের অন্তত ৫২ শতাংশ ধূমপায়ী কর্মী বাকিদের তুলনায় সপ্তাহখানেক বেশি ছুটি পান। সমীক্ষা বলছে, দিনে কয়েকবার কাজের জায়গা থেকে উঠে ধূমপান করতে যান তলএই কর্মীরা। ধূমপানের জন্য দৈনিক গড়ে ২০ মিনিট সময় লাগেই। বছরের হিসাবে এই হিসেব দাঁড়ায় ৪০ ঘণ্টায়। অর্থাৎ মোট ৬টি কাজের দিন! প্রায় এক সপ্তাহের নির্ভেজাল ছুটি!
ধূমপানের বিরতিই এই অযাচিত ছুটি পাইয়ে দেয় তাঁদের। তাও আবার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে৷ সহকর্মীদের ঈর্ষার কারণ না হয়েই।