রোজ আমাদের চারপাশে কত কী ঘটে, তার কোনওটা কেবলই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ৫ অগাস্টও সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে। এক নজরে দেখে নেওয়া যাক তারই কিছু।
সংবিধানের ৩৭০ ধারা বিলোপ
২০১৯ সালের ৫ অগাস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বিলোপ হয়। ১৯৪৯ সালের ১৭ অক্টোবর থেকে এই ধারাবলে জম্মুকাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয়েছিল।
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
২০২০ সালের এই দিনে করোনা আবহেই উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) ভূমিপূজা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Friendship Day: বন্ধু, সঙ্গে আরও একটু বেশি, এমন সঙ্গীরই খোঁজ ডেটিং অ্যাপে
প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল
১৯১৪ সালের ৫ অগাস্ট বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল (Electric Traffic Signal) বসে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর ক্লিভল্যান্ডে।