বিশ্ব উষ্ণায়ন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। শেষের দিন শুরু হওয়া সময়ের অপেক্ষা। এই অবস্থায় বিকল্প শক্তির খোঁজে পৃথিবীর বিজ্ঞানী মহল। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের একদল গবেষক দাবি করেছেন, ঘন মেঘের আর্দ্রতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
Matka Malai Recipe: এই গরমে বাড়িতেই বানাতে পারেন ছেলেবেলার নস্টালজিয়ায় মোড়া মটকা মালাই, রেসিপি রইল
দুই বিজ্ঞানীর দাবি, ঘনীভূত মেঘে বিন্দু বিন্দু জলকণা আছে। তার থেকে বিদ্যুৎ তৈরির কৌশল আবিষ্কার করে ফেলেছেন তাঁরা, এই জলকণাই আসলে চার্জড পার্টিকল। বিদ্যুৎ তৈরি করতে পারবে নয়া ডিভাইস। ইতিমধ্যে গবেষণাগারে নতুন যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি, সাফল্যের দিকেই এগোচ্ছে তাঁদের কাজ। পরিবেশের ক্ষতি না করেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব।