ফেব্রুয়ারি মাসের প্রথমেই একপ্রকার উধাও শীত । এখন বসন্ত জাগ্রত দ্বারে । আর কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) । তবে, প্রেমের সপ্তাহ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকেই । নানান রঙের গোলাপ (Rose Day) দিয়ে মনের মানুষটিকে সারপ্রাইজ দেওয়ার দিনই তো রোজ ডে । লাল, হলুদ, কমলা নানা রঙের গোলাপে ছেয়ে গিয়েছে বাজার । তবে, জানেন কি এক এক রঙের গোলাপের এক এক রকম অর্থ । মনের মানুষটিকে গোলাপ দেওয়ার আগে জেনে নিন, কোন রঙের গোলাপে কী মানে ।
লাল গোলাপ - ভালবাসার রং লাল । আর কাউকে লাল গোলাপ (Red Rose) দেওয়া মানে ভালবাসা জানানো । তাই যাঁকে আপনি ভালবাসেন বা ভালবাসার কথা জানাতে চান, তাঁদের জন্য লাল গোলাপই শ্রেষ্ঠ ।
কমলা গোলাপ - আবেগ বোঝানোর জন্য কমলা গোলাপ (Orange Rose) । কাউকে হয়তো মন থেকে চাইছেন, মনের কথা বলতে চাইছেন, তাঁদের জন্য লাল গোলাপের থেকে কমলা গোলাপই উপযুক্ত ।
গোলাপি গোলাপ - কারও প্রতি আপনি হয়তো মুগ্ধ, তাঁর প্রশংসা করতে চান । তাহলে রোজ ডে-তে অবশ্যই গোলাপি রঙের গোলাপ (Pink Rose) কিনুন ।
হলুদ গোলাপ - হলুদ রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক । বন্ধুর জন্য দিনটি বিশেষ করে তুলতে হলুদ গোলাপ (Yellow Rose) দিন ।
ল্য়াভেন্ডার গোলাপ - প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন ? তাহলে তাঁর হাতে দিন ল্যাভেন্ডার গোলাপ (Lavendar Rose) । তবে, এই ধরনের গোলাপ খুব একটা বাজারে দেখা যায় না ।