Internet Addiction: ইন্টারনেটে তীব্র আসক্তি! মস্তিষ্ক কাজ করা বন্ধ করছে টিনএজারদের

Updated : Jun 07, 2024 08:03
|
Editorji News Desk

সারা দিন ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোনে আটকে থাকা শৈশবের রঙটা বদলে যেতে শুরু করেছে বেশ কিছু দিন ধরেই। তবে সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, শুধু শৈশবের সংজ্ঞা নয়, বদলে যাচ্ছে শিশু-কিশোরদের মস্তিষ্কের গঠনও। নির্দিষ্ট সময়ের আগেই ক্ষয়ে যেতে শুরু করেছে মস্তিষ্কের কর্টেক্স।

ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার টিনএজারদের মস্তিষ্কের গঠন বদলে দিচ্ছে! বিশেষ করে মস্তিষ্কের যে অংশ 'অ্যাকটিভ থিংকিং' বা সক্রিয় চিন্তা করে, বদল হচ্ছে সেখানেই। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণা এই মারাত্মক তথ্য জানিয়েছে৷ এই বদলের ফলে টিনএজাররা আরও বেশি করে ইন্টারনেটের প্রতি আসক্ত হচ্ছে। তার সঙ্গেই প্রভাবিত হচ্ছে তাদের বৌদ্ধিক ক্ষমতা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মাস্টার্সের ছাত্র ম্যাক্স চাং বলেছেন, "বয়ঃসন্ধি হল এমন এক সময়, যখন মানুষ নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তার ব্যক্তিত্ব বদলায়, বদলায় শারীরিক ও মানসিক গঠন। এই সময়ে ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার তাদের মস্তিষ্কে প্রভাব ফেলে।"

ইন্টারনেটে আসক্ত ১০ থেকে ১৯ বছর বয়সী ২৩৭ জনের মস্তিষ্কে ফাংশনাল রেসোন্যান্স ইমেজিং স্ক্যান করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ইন্টারনেট ব্যবহার কিছুতেই কমাতে পারছে না ওই টিনএজারদের মস্তিষ্ক। গবেষণায় দেখা গিয়েছে, ড্রাগ বা জুয়ায় আসক্তদের তুলনায় এর প্রভাব কিছু কম নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর তত্ত্বাবধানে প্রায় ১১ হাজার শিশু-কিশোরকে নিয়ে অন্য একটি সমীক্ষার প্রাথমিক ফলাফল বলছে, দিনে সাত ঘণ্টা কিমবা তার বেশি সময় মুঠোফোন, ট্যাবলেট কিমবা ল্যাপটপে কাটায় যারা তাদের মস্তিষ্কের কর্টেক্স সময়ের আগেই ক্ষয়ে যেতে শুরু করেছে।

তবে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ -এ গবেষণারত চিকিৎসক ডাউলিং বলছেন, সমীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ডিজিটাল দুনিয়ায় কাটানো সময়ের সঙ্গে মস্তিষ্কের গঠনগত পরিবর্তনের সম্পর্ক ঠিক কতটা? আবার কর্টেক্সের ক্ষয়ে যাওয়া অথবা সরু হয়ে আসাও আদৌ শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা, অথবা কতটা ক্ষতিকারক, সে ব্যাপারেও সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছুই।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই ‘অ্যাক্টিভ হেলদি কিডস গ্লোবাল অ্যালায়েন্স’-এর রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্ট বলছে, ডিজিটাল যাপন ক্রমশ বদলে দিচ্ছে শৈশবের সংজ্ঞা। সার্বিক জীবনযাপনে নগরায়ণের প্রভাব যত গাঢ় হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মনের এবং শরীরের স্বাস্থ্য।

 

মস্তিস্কের গঠন শুধু যে আবার কৈশোরেই বদলে যাচ্ছে, এবং মোবাইলের অধিক ব্যবহারেই বদলাচ্ছে, তেমনটা নয়। ক্যালিফোর্নিয়া ভিত্তিক ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী জেফ মরগান স্টিবলের গবেষণা বলছে,  পরিবর্তনশীল জলবায়ু একটু একটু করে বদলে দিচ্ছে মগজের গঠন। সে কারণে মানুষের মস্তিষ্ক অনেকটা সংকুচিত হয়ে আসছে। আর এর প্রভাব পড়ছে মানুষের আচরণেও। এমনকি লোপ পাচ্ছে স্মৃতি শক্তিও পেতে পারে।

Internet

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ