জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি বেড়াতে যাওয়ার উৎসবই রথ। সারা ভারতে পুরীর রথযাত্রা সবচেয়ে বিখ্যাত। রথ উৎসবকে ঘিরে দিন কয়েক লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীতে। করোনা আবহে মাঝে কয়েক বছর সে সব বন্ধ ছিল। এ বছর রথযাত্রা আগামী ২০ জুন।
জেনে নিন রথের দিনক্ষণ-তিথি
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তৃতীয়া তিথি আরম্ভ– ৫ আষাঢ়, মঙ্গলবার, (২০ জুন), মঙ্গলবার।
Debleena Dutt: একই ধারাবাহিকে দুই বিপরীত মেরুর চরিত্র, কীভাবে সামলাবেন দেবলীনা দত্ত?
সময়– দিবা ১ টা ৯ মিনিট।
তিথি শেষ– ৬ আষাঢ়, (২১ জুন, বুধবার),
সময়– দিবা ৩ টে ১০ মিনিট।