পবিত্র রমজন মাস চলছে । এক মাস ধরে রোজা পালন করছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা । এই পবিত্র মাসের প্রতিটি শুক্রবার অর্থাৎ জুম্মা বারের মাহাত্ম্যই আলাদা । আর ইদের আগে শেষ শুক্রবারের একটা বিশেষত্ব রয়েছে । যাকে বলা হয় 'অলবিদা জুম্মা'। ইদের আগের শেষ জুম্মা বলে এদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মসজিদে যান । নমাজ পড়েন । গোটা দিনটা বরকতের দিন । দোয়া কবুলের দিন । রাত পোহালেই চলতি বছরের অলবিদা জুম্মা পালন করবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ।
'অলবিদা জুম্মা'-র পরই শেষ হয় রমজান মাস । এরপর খুশির ইদ । এদিন, সবাই নতুন জামা-কাপড় পরে একে অপরের বাড়ি যান । উপহার দেন । ইদের শুভেচ্ছা জানান । সেইসঙ্গে চলে অনুষ্ঠান, খাওয়া-দাওয়া । যদিও ইদ কবে পালিত হবে, তা চাঁদ দেখার উপরে নির্ভর করে । চলতি বছর, ২১ এপ্রিল, শুক্রবার ইদের চাঁদ দেখা যেতে পারে । আর খুশির ইদ পালিত হতে পারে ২২ এপ্রিল, শনিবার ইদ-উল-ফিতার অনুষ্ঠিত হবে ।
রমজান মাসেই আজ থেকে ১৪০০ বছর আগে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের (Quran) প্রথম শ্লোক হজরত মহম্মদের কাছে অবতীর্ণ হয়েছিল। তাই এই মাসে ২৯ থেকে ৩০ দিন পর্যন্ত রোজা রাখা হয়। ফজরের নামাজের মাধ্যমে শুরু হয় রোজা।