রাখি উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের বহু আনাচ-কানাচে থেকে যাওয়া কাহিনিও। যে কাহিনি রাখিকে আসলে 'রক্ষাকবচ' হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। তেমন দুটি কাহিনির কথাই জানব আমরা আজ।
ঐতিহাসিক মত অনুযায়ী, ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট আলেকজান্ডার ভারতে পুরুর রাজ্য আক্রমণ করেন। আলেকজান্ডার যখন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে সেই সময় ভারতের রাখি উত্সবের কথা শুনে স্বামীর প্রাণ বাঁচাতে পুরু রাজাকে রাখি পাঠিয়েছিলেন আলেকজান্ডারের স্ত্রী রানি রোকসানা। পুরু তাঁকে বোন হিসেবে স্বীকার করেন। আলেকজান্ডারের মুখোমুখি হলে পুরু কথা রেখেছিলেন। তবে যুদ্ধে আলেকজান্ডারের কাছে হার হয়েছিল পুরুর।
অপর একটি জনপ্রিয় কাহিনি অনুযায়ী, চিতোরের রানি কর্ণবতী ১৫৩৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাতের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানি কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখী পাঠিয়ে তাঁর সাহায্য প্রার্থনা করেন। কর্ণবতীর রাখী প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতোর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানির দুর্গ জয় করে নিয়েছিলেন।