বৈশাখে বাঙালির দুই উৎসব, পয়লা আর ২৫। বুধবার বিশ্বকবি রবি ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী। বাঙালির প্রাণের ঠাকুরের জন্মদিন বাঙালিদের কাছে উৎসবের মতো। এই দিনে বাংলার প্রায় সর্বত্র রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। নাচ, গান, কবিতা, আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও এই দিন কাটে রবি যাপনেই।
রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে জড়িয়ে আছে আদ্যোপান্ত বাঙালিয়ানা। ধূপ জুঁই-রজনীগন্ধার সুবাসে ম ম করে চারিধার। রবি দিনে সাজগোজেও থাকে বিশেষত্ব।
আর সব দিনের থেকে এই দিনের সাজ হয় আলাদা। বিশ্বভারতী কিংবা রবীন্দ্রভারতীতে নাচের পোশাকের ক্ষেত্রে মণিপুরের ছোঁয়া থাকে। সেক্ষেত্রে তাঁতের শাড়ি, উত্তরীয়, চন্দনের টিপে সাজেন নৃত্যশিল্পীরা। শাড়ি পরার ধরণও হয় আলাদা। এক্ষেত্রে, শাড়ির আঁচল বুকের সামনে পেঁচিয়ে কোমরে গোঁজা হয়।
যাঁরা গান গাইবেন বা কবিতা পড়বেন তাঁরা পাট ভাঙা তাঁতের শাড়ি, মাথায় জু্ঁই বা রজনীগন্ধা, গলায় কানে মাটির বা অক্সিডাইজের হালকা গয়নায় সাজতে পারেন। পুরুষ বন্ধুদের মানাবে ধুতি পাঞ্জাবি, বা পাজামা পাঞ্জাবিতে।