হাইব্লাড প্রেশার, হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্যাক পেইন, কত রকম সমস্যা। মধ্যে যেকোনোওর একটিও নেই, এমন পরিবার খুঁজে বের করা দুষ্কর। অথচ, কয়েক দশক আগেও এমন অনেক রোগের নাম পর্যন্ত শোনা যেত না। কেন এমন হয়? কারণ এর অধিকাংশই লাইফস্টাইল ডিজিজ। এই সব রোগ নির্মূল করা সম্ভব লাইফস্টাইলে বদলে এনেই, বিশ্বাস করে আইথ্রাইব।
মহারাষ্ট্রের পুনের এক স্টার্টআপ সংস্থা। সংস্থার সিইও মুগ্ধা প্রধান নিজেই জানিয়েছেন, ১৭৪ রকমের লাইফস্টাইল ডিজিজ নিয়ে রোগীরা তাঁদের সংস্থায় যোগাযোগ করেন। মুগ্ধা জানিয়েছেন, অনেকেই শারীরিক সমস্যা নিয়ে এমন জর্জরিত, নিজেরাই বিশ্বাস করতে পারেন না, তাঁদের রোগ সম্পূর্ণ ভাবে সারতে পারে।
মুগ্ধা এবং তাঁর সংস্থা বিশ্বাস করে, আধুনিক জীবনের অধিকাংশ অসুখের পেছনে আসল কারণ, প্রকৃতির থেকে সরে এসে কৃত্রিম জীবন যাপন। অধিকাংশ ক্ষেত্রে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, ভিটামিন ডি-এর ঘাটতি থেকে সমস্যার শুরু হয়। অহেতুক প্রচুর ওষুধ খাওয়ায় বিশ্বাসী নয় আইথ্রাইব। বরং সমস্যার গভীরে গিয়ে তা নির্মূল করায় বিশ্বাসী। ৪ বছর পেরনো সংস্থায় এখন ৫০ জন পুষ্টিবিদ রয়েছেন।