আরজি করের ঘটনার পর বাংলার মানুষ 'উৎসবে ফিরবেন কিনা, সেই নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। কেউ বলেছেন, বিচার চাওয়ার উৎসবই তো গণ উৎসব, কেউ বলেছেন দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কোনও উৎসবে সামিল হবেন না, কেউ আবার বলছেন উৎসবের দিনগুলোয় গোটা যাপনের সঙ্গেই জুড়ে থাকবে প্রতিবাদ। তার সঙ্গে সঙ্গতি রেখেই এবার পুজোর ফ্যাশন জুড়ে প্রতিবাদ!
শুধু যে তিলোত্তমাই লেখা থাকছে এমন না। লেখা থাকছে কবিতা, লেখা থাকছে গান, কবিতা, স্লোগান।
এমনিতেই টি শার্টে মেসেজ লেখা থাকলে তরুণ প্রজন্মকে বেশি টানে। বিগত কয়েক বছর ধরেই বিক্রি বেড়েছে বাংলায় লেখা টি শার্টের। এবার পুজোতেও বাংলায় লেখা টি শার্ট বাজার ধরছে। তবে অনলাইনেই বেশি বিকোচ্ছে প্রতিবাদী টি শার্ট।
সে সবের কোনওটায় লেখা 'শিরদাঁড়া বিক্রি নেই', কোনওটায় লেখা নবারুণের বিখ্যাত কবিতার লাইন
"একটা কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে
সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে"
বিদ্রোহী কবি নজরুলের 'কারার ওই লৌহ কপাট'এর লাইন বুকে নিয়ে ঘুরতে চাইছেন অনেকেই। মাথা উঁচু করে বাঁচার বার্তা দিতে রবি ঠাকুরও ধার করছেন অনেকেই। অরিজিত সিং-এর লেখা 'আর কবে' তো হালে বাঙালির কাছে হয়ে উঠেছে বিপ্লবের অ্যান্থেম। সে গানের লাইন লেখা টি শার্টের চাহিদাও দারুণ।