জুন মাস প্রাইড মান্থ। এলজিবিটিকিউ সম্প্রদায়ভুক্ত মানুষদের অধিকার নিয়ে লড়ার, লিঙ্গ নিরপেক্ষতা নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যই আলাদা একটা মাসের উদযাপন। এই মাসেই সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি চাইছেন ভারতের সমপ্রেমীরা। গত মে মাসে এই সংক্রান্ত বিষয়ে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছিল।
Srijit Mukherji-Dev: সৃজিতের ছবিতে সিরাজের চরিত্রে দেব? ধোঁয়াশা কাটালেন অভিনেতা নিজেই
বিশ্বের ৩৪টি দেশে কিন্তু আগে থেকেই সমলিঙ্গে বিবাহ আইনের চোখে বৈধ। এর মধ্যে ২৪টি দেশের আইনসভা সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিয়েছে। ১০টি দেশের ক্ষেত্রে এই স্বীকৃতি দিয়েছে আদালত।