চলছে বিয়ের মরসুম। ইতিমধ্যেই অনেকেই ঘুরে ফেলেছেন সাত পাক। কারও কারও হয়ত সামনেই বিয়ে। বিয়ে মানেই জমিয়ে সাজগোজ। বিয়েরদিন সকালে ‘গায়ে হলুদ’ বা ‘হলদি’ হয়। যেখানে বর কনের সঙ্গে খেলা হয় হলুদ। কিন্তু হলুদ আর সরষের তেল দেওয়া সেই মিশ্রণ গালে মেখে যদি আপনি হলুদ খেলেন তাহলে বিয়ের দিন বিকেলের সাজ আপনার নির্ঘাত মাটি। কেন?
কারণ সরষের তেল মেশানো হলুদ প্রথমত আপনার ত্বক কালো করে দেয়। আজকাল হলদিতে নাচ গান, ছবি তোলার হিড়িক থাকেই। ফলত অনেকটা সময় হলুদ মেখেই থাকতে হয় বর, কনে বা আত্মীয়দের। যার জেরে রোদও লাগে। এই হলুদ ব্যবহারে ত্বক কালো হওয়ার পাশাপাশি বিকেলের সাজে মেকআপ বসতেও সমস্যা হতে পারে। কিন্তু জমিয়ে হলুদ খেলতেও চান সকলে। আজ এমন একটা উপায় বাতলে দেব,যা ব্যবহারে আপনি যত খুশি হলুদ খেললেও হবে না ত্বকের কোনও ক্ষতি। তারকারা বিশেষত এই হলুদই ব্যবহার করেন।
কীভাবে বানাবেন সেলিব্রিটি হলুদ?
এই হলুদ বানাতে একটি পাত্রে বেসন, টক দই, হলুদ গুঁড়ো, দুধ এবং জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রনের রঙ হবে মিষ্টি হলুদ। আর এই হলুদ ব্যবহারে আপনার ত্বক খারাপ তো দূর বরং আরও ভালো হবে আর ছবিও আসবে ঝকঝকে। তাই হলুদ খেলুন যত খুশি একদম চিন্তামুক্ত হয়ে।