সংক্রমণের ঝুঁকি কমাতে ও নিজেদের নিরাপদে রাখতে গর্ভবতী মহিলাদের (Pregnant Women) ভ্যাকসিন (Vaccine) নেওয়া প্রয়োজন । নেচার মেডিসিন জার্নাল (Nature Medicine Journal) প্রকাশিত নতুন গবেষণা বলছে, টিকা না নেওয়া গর্ভবতী মহিলারা কোভিডে আক্রান্ত হলে তা জটিল আকার ধারণ করতে পারে । তাছাড়া, তাঁর গর্ভে থাকা শিশুদের (Infant) উপরেও এর মারাত্মক প্রভাব ফেলতে পারে ।
গবেষণার জন্য ২০২০ থেকে ২০২১ পর্যন্ত ভ্যাকসিনেশন (Vaccination) চলাকালীন মোট ৮৭ হাজার গর্ভবতী মহিলাদের থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করা হয় । সেখানে দেখা যায়, ১৮ থেকে ৪৪ বছর বয়সী মহিলাদের তুলনায় গর্ভবতী মহিলাদের টিকা নেওয়ার সংখ্যা অনেকটাই কম ।
আরও পড়ুন, Depression: ঘুমের ওষুধের বিকল্প হিসেবে বয়স্কদের অবসাদ কমাতে পারে এই থেরাপি
গবেষণায় দেখা গিয়েছে, টিকা না নেওয়া গর্ভবতী মহিলাদের অনেকেই মৃত শিশু প্রসব করেছে । কিংবা সময়ের অনেক আগেই শিশুর জন্ম হয়েছে । এমনকী, নবজাতকের মৃত্যু পর্যন্ত হয়েছে ।
সেক্ষেত্রে, করোনা থেকে বাঁচতে গর্ভবতী মহিলা ও তাঁদের সন্তানের জন্য সবথেকে নিরাপদ ও কার্যকরী উপায় হল টিকাকরণ । গবেষণার ফলাফলে এমনটাই বলা হচ্ছে । তাই প্রত্যেক গর্ভবতী মহিলাদের টিকা নেওয়া অবশ্যই প্রয়োজন ।