বাপুজি বলেছিলেন 'আরাম হারাম হ্যায়'। কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে ওটি ফলে না। চল্লিশ পেরনো পারদে আরাম বাদ রেখে সাজগোজের কথা ভাবাই যায় না। অথচ, বাঙালির নতুন বছর বলে কথা, বিশেষ দিন, একটু না সাজলে চলে?
রইল, এমন সাজগোজের টিপস, যাতে আপনি নিজে আরাম তো পাবেন, আর আপনাকে দেখলে বাকিরা পাবে চোখের আরাম।
মনোক্রোমাটিক কুর্তি-ড্রেস
হালকা রং-এর কুর্তি একরঙ্গা- পরলে সঙ্গে ভারি কানের দুল পরতে পারেন, তা না পরলেও ছিমছাম লাগবে। ড্রেসের খেত্রেও এক কিম্বা দুরং থাকলেই নিট লাগবে দেখতে।
Summer Special Sukto Recipe: এই গরমে পেট ঠান্ডা রাখতে ভাতের পাতে চাই সুক্ত, জানুন রান্নার পদ্ধতি
কলমকারি প্রিন্ট শাড়ি
এই গরমে কলমকারি প্রিন্টের শাড়ি খুবই আরামদায়ক। নানা রঙের কলমকারি শাড়িই পড়তে পারেন।
হল্টারনেক ব্লাউজ
এই চরম গরমে শাড়ির সংগে হল্টারনেক ব্লাউজ পরলে ফ্যাশন এবং আরাম দুয়ের ক্ষেত্রেই খুব ভাল হয়।
কাফতান টপ
মেয়েদের জন্য আজকাল কাফতান ম্যাক্সির পাশাপাশি বেরিয়েছে কাফতান টপ, ঢিলেঢালা ফিটিংস-এর কারণে এই আবহাওয়ার খুবই আরাম দেবে কাফতান টপ।