চলল ভালবাসার লম্বা সপ্তাহ, গোলাপ, টেডি চকোলেট থেকে শুরু করে আদরের জন্যও তুলে রাখা ছিল একটি দিন। কিন্তু এসবের বাইরেও কিছু মানুষ থাকেন, যাঁদের জীবনে ভালবাসার সপ্তাহ আলাদা করে কোনও দোলা দেয় না। বরং বিচ্ছেদ, প্রেম ,টক্সিসিটি থেকে বেরোনোর উপায়ই হাতড়ে চলেছেন তাঁরা।
Kick Day 2024 : আজ কিক ডে, প্রাক্তনের প্রতি আবেগের পিছুটান এড়িয়ে সামনে এগোনোর দিন
এর জন্যই, কয়েনের উল্টোপিঠের মতোই ভালবাসার দিনের ঠিক পরের দিন থেকেই শুরু হয় আন্টি-ভ্যালেনটাইন'স উইক। এর মধ্যে আজ হল পারফিউম ডে। এটি হল নিজেকে ভালবাসার দিন। কিক ডে, স্ল্যাপ ডে-র পর আজ সেই পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে নিজেকে ভালবাসার দিন। এমন দিনে , নিজেকেই উপহার দিন একটি পছন্দের সুগন্ধি পারফিউম, ভালবাসুন নিজেকেই।