ভ্যালেন্টাইন ডে-র পর থেকে সপ্তাহভর চলছে ভালোবাসার উলটো পিঠের উদযাপন (Anti valentine week) মানে অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহ। আর সেই সপ্তাহেই তৃতীয় দিনটি পার্ফিউম ডে (Perfume day)। আপনি ভাবছেন সুগন্ধি কেন আসবে প্রেমহীন সপ্তাহে? তাই তো?
ব্যাপারটা ঠিক সেরকম নয়। গন্ধ আমাদের স্মৃতি ফেরায়, ভাল খারাপ দুই-ই ফেরায় সাগরের ঢেউয়ের মতো। আপনি বেছে নিন আপনার নিজের জীবনের সুগন্ধ। ফুরফুরে হালকা চাইলে, সেরকম। আবার কড়া চাইলে কড়াই।
জীবনের যেটুকু সুন্দর নয়, সুখের নয়, ফু বলে উড়িয়ে দিন। আর ভালো পার্ফিউমের মতোই ভালোটুকু ছড়িয়ে দিন।
হ্যাপি পার্ফিউম ডে।