পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার প্রেম, বিয়ে নিয়ে জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরেই । রেস্তরাঁর বাইরে কিংবা এয়ারপোর্টে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের । কানাঘুষো খবর, খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে । ইতিমধ্যেই নাকি বাগদান সেরে ফেলেছেন তাঁরা । সম্প্রতি, পরিণীতির অনামিকায় একটি আংটি দেখে অনেকেই সেই বিষয়ে নিশ্চিত হয়েছেন । এত জল্পনার মাঝেও মুখে এঁটেছেন দু'জনে । তবে এবার বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ।
বিয়ে, প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা ও বাড়াবাড়ি এবং অসম্মান করার মধ্যে একটা সামান্য তফাৎ রয়েছে । সেটা যদি হয় তাহলে তিনি অবশ্যই সবটা স্পষ্ট করবেন । আর যদি কোনও ভুল ধারণা তৈরি হয়, তা হলেও তিনি তা সংশোধন করবেন । যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনও মানেই হয় না । আর তিনি সেটা করবেন না । পরিণীতি কি তাহলে স্পষ্ট না করেও কিছুটা স্পষ্ট করে দিলেন যে রাঘবের সঙ্গে বিয়ের জল্পনাটা আসলে সত্যি ? সময়ই তার জবাব দেবে ।
পরিণীতি জানান, একজন সফল অভিনেতাকে নিয়ে সবসময় আলোচনা হয় । তিনি যদি কেরিয়ারে কিছু সেরকম না করতেন, তাহলে তাঁকে নিয়েও লোকে ভাবত না । যে কোনও অভিনেতাকে নিয়েই বিস্তর আলোচনা চলে। তাঁদের নিয়ে খবর হয়। পাপারিৎজিদের নজরবন্দি থাকবে তাঁরা।
রাঘব-পরিনীতির একটি ডিনার ডেটের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই দুজনের মন দেওয়া নেওয়ার খবর সামনে আসতে থাকে। প্রেমের শুরুটা কবে, বলা মুশকিল, তবে দুজনের বন্ধুত্ব ছোটবেলার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে । পড়াশোনাও করেছন একসঙ্গে । দুজনেরই দারুণ ব্যস্ততা, তার মধ্যেই বাগদান সেরে ফেলেছেন বলে খবর । বিয়ে নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা ।