ব্রিটিশ সাম্রাজ্যের সর্বময় কর্ত্রী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ সাম্রাজ্যের অবসানের পর প্রতি বছর ১৫ আগস্ট (15th August), ভারতবর্ষের স্বাধীনতা দিবসে (Independence Day) সেই ঐতিহাসিক স্মৃতিসৌধ সেজে ওঠে তেরঙা আলোয়। ভারতের মুক্তিসংগ্রামের স্মৃতিতে।
১৯০১ সালের জানুয়ারি মাসে প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। ভারতের ভাইসরয় তখন লর্ড কার্জন। তিনি প্রয়াত রানীর স্মরণে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial Hall) তৈরির নির্দেশ দেন। কাজ শুরু হয় ১৯০৬ সালে। ১৫ বছর পর ১৯২১ সালে ৬৪ একর জমির উপর গড়ে ওঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ সাম্রাজ্যের গর্বের প্রতীক।
সেই ব্রিটিশ আমল আর নেই৷ স্বাধীনতা অর্জনের পর ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওড়ে ভারতবাসীর গর্বের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা (Tricolor Flag)। তেরঙা আলোয় সেজে ওঠে গোটা চত্ত্বর। একদা ঔপনিবেশিক শক্তির গর্বের প্রতীক এখন ভারতবাসীর অহঙ্কার।