জীবন বিমার জন্ম
আজকের দিনে ১৯৫৬ সালে জন্ম হয়েছিল এলআইসি, লাইফ ইনশিওরেন্স কোম্পানির। দেশের কোটি কোটি মানুষের জীবন বিমা করার সুযোগ করে দিয়েছিল এই সংস্থা।
শব্দকোষের জন্ম
এখন শব্দকোষ বললেই ইন্টারনেটে গাদাগুচ্ছের জিনিস পাওয়া যায়, আজ থেকে কয়েক দশক আগেও এমনটা ছিল না। ভারতে প্রথম শব্দকোষ তৈরি করেছিলেন ফাদার ক্যামিল বুলকে। তাঁরও জন্ম সেপ্টেম্বরের এক তারিখেই।
Sujit Bose : তিনি কোনও নোটিস পাননি, সিবিআই দফতের যাওয়া নিয়ে জানালেন দমকলমন্ত্রী
প্রথম মহিলা টেলিফোন অপারেটরের জন্ম
১৮৭৮ সালে আজকের দিনে জন্মেছিলেন এম্মা মিলস নাট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অপারেটর।