রোজ আমাদের চারপাশে কত কী ঘটে, তার কোনওটা কেবলই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ৮ অগাস্টও সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে। এক নজরে দেখে নেওয়া যাক তারই কিছু।
১৯৪২ সালে আজকের দিনেই মহাত্মা গান্ধীর ডাকে শুরু হয়েছিল ভারত ছাড়ো (Quit India Movement) আন্দোলন। যা অগাস্ট আন্দোলন নামেও পরিচিত। ৯ আগস্ট বহু স্বাধীনতা সংগ্রামীর জেল হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশজুড়ে বিপুল সাড়া ফেলেছিল এই অগাস্ট আন্দোলন।
On this Day In History :গান্ধীজির আদর্শে অগাস্ট আন্দোলনের শুরু, আর কোন কারণে গুরুত্বপুর্ণ ৮ অগাস্ট?
এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত আরও একটি ঘটনার জন্য স্মরণীয়। ১৯২৫ সালের ৯ আগস্ট ‘হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন’-এর বিপ্লবীরা উত্তরপ্রদেশের কাকোরি রেলস্টেশনে ট্রেন ডাকাতি করে। তাঁদের উদ্দেশ্য ছিল ট্রেনে নিয়ে যাওয়া টাকা লুট করে অস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করা।
বিশ্ব ইতিহাসে এক কালো দিন, ১৯৪৫ এর ৬ অগাস্ট হিরোশিমার পর ৯ অগাস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র।