আজ ৭ অক্টোবর। বছরের ৩৬৫ দিনের মতোই আজকের দিনটিরও গুরুত্ব অপরিসীম। বিগত বছর গুলিতে আজকের দিনে (History Of The Day) একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ফিরে দেখা যাক ৭ অক্টোবরের (7th October) ইতিহাস।
আজকের দিনটি মহাকাশ গবেষণার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৫৯ সালে আজকের দিনেই অর্থাৎ ৭ অক্টোবর রুসি লুনার এন 'লুনা -৩' দ্বারা পৃথিবীতে প্রথম বার চাঁদের দুর্লভ ছবি পাঠিয়েছিল। এই ছবিতেই প্রথম বার চাঁদের কলঙ্ক দেখা যায়। যেটিকে বলা হয় 'ডার্ক সাইড অফ দ্য মুন'।
১৭০৮ সালে ৭ অক্টোবর দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং মহারাষ্ট্রের নান্দোড়ে প্রয়াত হন। শিখ ধর্মে আজকে 'শহীদি দিন' হিসেবে মনে হয়।
আরও পড়ুন - অকল্পনীয় শীতের কারণে ২ লক্ষ বছর ধরে ইউরোপে নিশ্চিহ্ন ছিল মানুষ, জানাচ্ছে গবেষণা
এছাড়াও ১৯৫০ সালে আজকের দিনে ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক মাদার টেরিজা কলকাতায় 'মিশনারিজ অফ চ্যারিটি' নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। যেখানে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। পরে এই মিশনের কার্যক্রম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। আজও বিশ্বের ১২০টি দেশে কাজ করে চলেছে এই সেবা প্রতিষ্ঠান।