রোজ আমাদের চারপাশে কত কী ঘটে, তার কোনওটা কেবলই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ১০ অগাস্টও সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে। এক নজরে দেখে নেওয়া যাক তারই কিছু।
১৯৬২ সালের ১০ আগাস্ট কমিক্স হিসেবে প্রথমবার বিশ্বের দরবারে প্রকাশ্যে এসেছিল 'স্পাইডারম্যান' বা 'মাকড়সা-মানুষ'। তারপরে তাকে নিয়ে বহু লেখা ও জনপ্রিয় সিনেমার জন্ম এবং আকাশছোয়াঁ খ্যাতির শুরুটা এই ১০ অগাস্টেই। 'গরিব ও অসহায় মানুষের মসিহা' হিসেবে স্পাইডারম্যানকে আপন করে নিয়েছিলেন এবং এখনও নিচ্ছেন দুনয়িআর কোটি কোটি মানুষ।
আরও পড়ুন : কাকোরি ষড়যন্ত্র, নাগাসাকি দিবস...ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ ৯ অগাস্ট?
শুধু স্পাইডারম্যানই নয়, ১৯৬৩ সালের এই দিনে মধ্যপ্রদেশের চম্বলে জন্মগ্রহণ করেছিলেন ভারতের অপরাধ জগতের এক অতি পরিচিত চরিত্র, যাঁর পরিচয় এক সময় মধ্যপ্রদেশ ছাড়িয়েও ছড়িয়ে পড়েছিল আপামর ভারতবাসীর ঘরের কোণে। তিনি, ফুলনদেবী। তাঁকে নিয়ে হওয়া সিনেমা 'ব্যান্ডিট কুইন'-কে সর্বকালের অন্যতম বিতর্কিত ও জনপ্রিয় ছবি হিসেবেও ধরা হয়।