নতুন বছরেই চমক ওলা স্কুটারের। ওলা ইলেকট্রিক (Ola Electric) গ্রাহকদের জন্য় সাবস্ক্রিপশন প্ল্যানে বৈদ্যুতিক স্কুটার (Electric scooter) আনছে। সাবস্ক্রিপশন প্ল্যানটিও বেশ মজাদার। গ্রাহকরা কয়েক সপ্তাহ স্কুটারটি নিজের কাছে রেখে চালানোর সুযোগ পাবেন। ফলে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে কিনতে হবে না ই-স্কুটার(OLA E-Scooter)। এমনটাই জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল(Bhavish Aggarwal)। এই বিষয়ে টুইটারে একটি ভোটাভুটির ব্যবস্থা করা হয়। সেখানেই প্রায় ৭৭ শতাংশ মানুষ সাবস্ক্রিপশন সহ ওলার ইলেকট্রিক স্কুটার(OLA E-Scooter) আনার পক্ষে মত দেন। আগামী ২০২৫ সালের মধ্যে নিজেদের স্কুটারের বাজারকে বাড়াতে এই উদ্যোগ বলেও জানান ভাবিশ।
সংস্থার রিপোর্ট বলছে, OLA S1 (Electric Scooter)-এর স্কুটারগুলি পরবর্তী বছরের মধ্যে Honda Activa-এর বিক্রিকেও ছাপিয়ে যেতে পারে। কারণ S1 স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এর দ্রুত-চার্জিং ক্ষমতা। OLA-এর দাবি S1 ই-স্কুটারগুলি মাত্র ১৫ মিনিটে প্রায় ৫০ কিলোমিটার চলার ক্ষমতা সংগ্রহ করে নিতে পারে।
OLA সূত্রে খবর, ২০২৩ সালের মধ্যে তামিলনাড়ুর (OLA Scooter Workshop in Tamilnadu) কৃষ্ণগিরিতে লিথিয়াম আয়ন সেল উৎপাদনের নতুন কারখানা গড়ে তুলতে আগ্রহী তাঁরা। এর পাশাপাশি ওই বছরেই OLA ৫ গিগাওয়াটযুক্ত ইলেকট্রিক বাইক(OLA Electric Bike) আনার চেষ্টা চালাচ্ছে বলেও খবর।