বুধবার সকালে মাত্র ৬৯ বছর বয়সে চিরঘুমে চলে গেলেন বাপ্পি লাহিড়ি। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত্যুর কারণ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগ কিন্তু বিরল নয়, অথচ রোগটি সম্পর্কে অনেকেই তেমন কিছুই জানিনা।
obstructive sleep apnea খুআসলে ঘুম সংক্রান্ত সমস্যা৷ এই রোগের কারণে নিঃশ্বাস -প্রশ্বাস থেমে গিয়ে ফের শুরু হয় আর এটা হয় ঘুমের সময়৷ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সাধারণ উপসর্গ হল ‘ঘুমের সময় নাক ডাকা’৷
স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হলে ঘুমিয়ে অথবা জেগে থাকা অবস্থায় মৃত্যুও হতে পারে৷ এক্ষেত্রে শ্বাসনালির বিভিন্ন স্থানে ব্লক থাকায় প্রয়োজনীয় অক্সিজেন হার্টে পৌঁছতে না পারায় প্রথমে হার্ট ও পরে ব্রেনে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মৃত্যু হয়৷
কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি-
• যাঁদের ওজন বেশি, তাঁদের স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণত ৭০ শতাংশ৷সেই সঙ্গে ডায়বেটিস, হৃদরোগ সংক্রান্ত উপসর্গ থাকলে এই রোগ ডেকে আনতে পারে মৃত্যুও।
• অনূর্ধ্ব পঞ্চাশের মহিলাদের চেয়ে পুরুষদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনা বেশি৷
সমস্যার সমাধান-
• সার্জারি করে শ্বাসনালির একটি স্থানের ব্লকেজ খুলে দেওয়া যায়৷
• স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় শ্বাসনালির একটি জায়গায় নয়, অনেকগুলি জায়গাতেই ব্লক থাকে৷ এক্ষেত্রে CPAP (Continuous Positive Airway Pressure) সবচেয়ে ভাল কাজ করে৷ CPAP নামের যন্ত্র শ্বাসনালিকে ঘুমের সময় কতটা খুলে রাখা দরকার সেটা বুঝে শ্বাসনালিকে খুলে রাখে৷ এ