আপনি কি জানেন IRCTC অ্যাপের মাধ্যমে টিকিট ক্যানসেল করলে রয়েছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা? টিকিট ক্যানসেল করার কিছুক্ষণের মধ্যেই আপনি টাকা ফেরত পাবেন। তবে এজন্য আপনাকে আইআরসিটিসি ই—ওয়ালেটের (IRCTC e-Wallet) মাধ্যমে টিকিট কাটতে হবে।
যদি আপনি আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সময় UPI আইডি ব্যবহার করে বা নেট ব্যাঙ্কিং পদ্ধতিতে টিকিট কাটেন। সেক্ষেত্রে টিকিট ক্যানসেল করার বেশ কিছু দিন পর আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড হবে। কিন্তু আইআরসিটিসি ই—ওয়ালেটের মাধ্যমে টাকা খরচ করে টিকিট কাটলে আপনি ক্যানসেলেশনের কিছুক্ষণের মধ্যেই টাকা ফেরত পেয়ে যাবেন।
আইআরসিটিসির ই—ওয়ালেটে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই টাকা জমা রাখতে পারবেন এবং সেখান থেকে প্রয়োজনে টাকা খরচ করে টিকিট কাটতে পারবেন। এই ওয়ালেটে টাকা জমা করার জন্য় আপনাকে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে প্রথমে ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে।
এই ওয়ালেটের সুবিধা হল এর মাধ্যমে নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইউপিআই আইডির তুলনায় অনেক দ্রুত টিকিট কাটা সম্ভব, ফলে তৎকাল টিকিট কাটতে সুবিধা হয়। এছাড়া টিকিট ক্যানসেল করলে দ্রুত রিফান্ড মেলে।