অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের চোখ ধাঁধানো প্রিওয়েডিং অনুষ্ঠানের পর জুটির বিয়ে ১২ জুলাই| বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে| বিয়ের কেনাকাটাও শুরু করেছেন নীতা |সম্প্রতি মুকেশ পত্নী নীতা আম্বানি তাঁর বেনারস সফরে গিয়ে অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে ৬০ টি লক্ষ বুটির শাড়ি অর্ডার দিয়েছেন|
কী এই শাড়ির বিশেষত্ব জানেন?
এটি একটি ঐতিহ্যবাহী ভারতীয় শাড়ি যা এর নিখুঁত ডিজাইন এবং অনন্য ডিজাইনের জন্য পরিচিত। এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে|
আসলে লক্ষ বুটি, অর্থাৎ হাজার হাজার বুটির মোটিফে সাজানো হয় শাড়ি| পুরো শাড়ি জুড়েই ছোট ছোট বুটির মোটিফ থাকে| এই শাড়িগুলি সাধারণত হাতে বোনা হয়| মোটিফগুলি ফুলের, জ্যামিতিক বা কোনও আকারের হয়। উচ্চ-মানের সিল্ক বা সুতি দিয়ে তৈরি হয় এই শাড়ি। বারাণসী, চান্দেরি, বাংলায় এই শাড়ি পাওয়া যায় ।