সুস্থ এবং অ্যাক্টিভ জীবনযাপন বজায় রাখার জন্য শরীর চর্চা ভীষণ জরুরি। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা ব্যস্ত রুটিনের মাঝেও সময় করে শরীর চর্চা করেন তাঁরা বাকিদের তুলনায় ভালো, খুশি এবং স্ট্রেস ফ্রি থাকেন। সঠিক পোশাক পরে শরীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকেই লেগিন্স, টি-শার্ট, ট্র্যাক প্যান্ট পরে জিম করেন। কিন্তু বর্তমানে এসব ছাড়াও ওয়ার্ক আউট করার সময় বেশ ট্রেন্ডি পোশাক পরার প্রবণতা দেখা গিয়েছে। আর এই ট্রেন্ডি পোশাকের মধ্যে বর্তমানে নজর কাড়ছে ওয়ানজি (onesies)।
কিন্তু কী এই ওয়ার্কআউট ওয়ানজি?
ওয়ানজি একপ্রকার রেসলিংয়ের পোশাকের মতোই। কিন্তু অনেক বেশি স্ট্রেচেবল এবং আরামদায়ক। সম্প্রতি সোনম বাজওয়া, কিম কার্দাশিয়ান, হেইলি বিবার এবং অ্যাডিসন রাই-এর মতো সেলিব্রিটিদের এই পোশাক পরতে দেখা গিয়েছে।
সুতরাং, সেলিব্রিটিরা যখন ইতিমধ্যেই এই পোশাকে ওয়ার্কআউট করছেন। তখন খুব শীঘ্রই এই আকর্ষণীয় আরামদায়ক পোশাক যে তুমুল জনপ্রিয়তা পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।