দেবী পক্ষ পড়ল বলে। মা দুর্গা তৈরি, ছানা পোনা সমেত রওনা দেবেন মর্ত্যে। তবে আজকাল শহরে সেই শারদীয়ার কাশবন কোথায়? সেই যে বনে ছুটোছুটি করত অপু-দুর্গা, সে নিশ্চিন্দিপুর তো শুধু মনেই। নাহ... নিশ্চিন্দিপুর ফিরেছে, তবে বাংলা থেকে একটু দূরে, নিউ জার্সিতে।
আগামনীর সুর বেজে উঠছে নিউজার্সির 'ত্রিনয়নী'তে। হইহই করে হবে দশভুজার আরাধনা। ত্রিনয়নীর এবারের থিম 'পথের পাঁচালী'। প্রতিমা বানানো থেকে আল্পনা দেওয়া পুজোর যাবতীয় কাজ করছেন ত্রিনয়নীর সদস্যরাই, আট থেকে আশি শামিল তাতে। কাগজ দিয়ে কাটা কাটির পর একটু একটু করে যেন প্রাণ পায় অপু-দুর্গা, ওদের কাশবন, আর কাশবন পেরিয়ে রেলগাড়ি দেখার স্বপ্ন।
Durga Puja-Shantipur:লক্ষ্মী-গণেশ কেউ নেই! এই ৫০০ বছরেরও বেশি পুরনো পুজোয় দেবী দুর্গা আসেন একাই
যে যার কাজ থেকে ফিরেই লেগে পড়েন পুজোর কাছে। শরীরে থাকে ক্লান্তি, কিন্তু মনে থাকে, ঘরে ফেরার টান, আর সেই টানই ওদের বেঁধে বেঁধে রাখে, বছরভর।
আর বাঙালি তো দুনিয়াজুড়েই একই রকম। পুজো মানে কি শুধুই পুজো? পেট পুজো, আড্ডা, গান, নাটক, রিহার্সাল সব মিলিয়ে প্রাক পুজোর মেজাজটাই দেখার মতো।