সম্পর্কে যৌন রসায়ন এবং যৌনতাই সবথেকে বেশি অগ্রাধিকার পায় মিলেনিয়ালদের মধ্যে। জানাচ্ছে নতুন সমীক্ষার রিপোর্ট। ডেটিং ডায়েরিজের করা এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, সম্পর্কে যৌনতাকে জেন জি বা নতুন প্রজন্মের থেকে অনেক বেশি প্রাধান্য দেয় মিলেনিয়ালরা। 'মিলেনিয়াল', অর্থাৎ, যাঁদের জন্ম হয়েছে ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে। তারপরে যাঁদের জন্ম, তাঁরা পড়ছেন জেনারেশন জেড বা জেন জি-র আওতায়।
এই বিষয়টি নিয়ে সমীক্ষা চালায় যে সংস্থা, সেই লরেল হাউজ জানিয়েছে, মিলেনিয়ালদের থেকে জেন জি-র প্রতিনিধিরা অনেক বেশি যৌন স্বাধীনতায় বিশ্বাসী। সম্পর্কে 'ধীরে চলো' নীতিতেই আস্থা রাখেন তাঁরা। যৌনতার বিভিন্ন দিক আবিষ্কার করতেও তাঁদের উৎসাহ তুলনায় অনেক বেশি। বিভিন্ন আঙ্গিকে যৌন সম্পর্ক স্থাপন করতেও উৎসাহ অনেক বেশি থাকে জেনারেশন জেডের প্রতিনিধিদের মধ্যে।
এই সমীক্ষায় দেখা গিয়েছে, সম্পর্কে রয়েছেন এমন ৯১% মিলেনিয়াল সপ্তাহে অন্তত একবার যৌন সম্পর্কে লিপ্ত হন। এই সংখ্যাটি নতুন প্রজন্ম বা জেন জি-র ক্ষেত্রে ৭৮%-এর মধ্যেই সীমাবদ্ধ।