Visa Free Destination: ভিসা ছাড়াই পুজোতে কটা দিন ঘুরে আসতে পারেন ভিনদেশ থেকে, রইল ৩ দেশের খোঁজ থেকে খরচ

Updated : Aug 31, 2024 07:19
|
Editorji News Desk

সারা বছর অক্লান্ত পরিশ্রমের পর পুজোর কটা দিন যাঁরা একটু ছুটি পান, ঘুরতে যেতে চাইছেন? সাধ আর সাধ্যের মিশেলে এই পুজোয় ঘুরে আসতে পারেন বিদেশেই। বিনা ভিসাতেই বেশ কয়েকটা দেশে যাওয়া যায়। মলদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটান এই সব দেশে কিন্তু ভিসা ছাড়াই থাকা যায় প্রায় তিন মাস। আজ এর মধ্যেই তিন জায়গার বর্ণনা এবং খরচের একটা ধারণা দেওয়া রইল। 

 

মলদ্বীপ: 


মালদ্বীপে যাতায়াত করতে বিমান ভাড়া লাগতে পারে মাথা পিছু গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা। অন অ্যারাইভাল ভিসার জন্য খরচ প্রায় ৪ হাজার টাকা। এছাড়া মালদ্বীপের সাধারণ মানের কোনও রিসর্ট বা হোটেলে একদিনে থাকার খরচ ৭ -১০ হাজার টাকা থেকে শুরু। তবে মলদ্বীপে ছোটবড় মিলিয়ে ১২০০ দ্বীপ রয়েছে। এখানে সাইট সিন সেরকম নেই। তাই কোনওরকম ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরাই এই দেশ ঘুরে আসা সম্ভব। তাই নীল জলরাশির এই দেশে যেতে চাইলে আগে থেকে একটু টাকা জমালেই, স্বর্গ দেখা সম্ভব। 


শ্রীলঙ্কা-

শ্রীলঙ্কাকে বলা হয় 'ভারত মহাসাগরের মুক্তা'। এই দেশে অন অ্যারাইভাল ভিসার খরচ খুবই কম। মাত্র ১৭০০ টাকা মতো খরচ করলেই ৩০ দিনের জন্য ভারতীয়রা এই দেশের ভিসা পান। সমুদ্র, পাহাড়, মশলার ও কফির বাগান ঘেরা এই ছোট্ট দেশ ভারত থেকে কাছেই। সব মিলিয়ে এই দেশ ঘুরতে মাথাপিছু ৬৫,০০০ টাকা থেকে লাখ খানেক টাকা খরচ হবে। সিগিরিয়া, অনুরাধাপুরা, গল এই জায়গাগুলি মিস করা চলবে না। 


নেপাল: 


ভারতের গা ঘেঁষে পাহাড় ঘেরা এই ছোট্ট দেশও কিন্তু নৈসর্গিক সুন্দর। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল খুবই উপযুক্ত একটি জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটির জন্য এক নামে পরিচিত নেপাল। এই দেশে ঘুরতে সব মিলিয়ে খরচ হতে পারে জনপ্রতি ৪০ থেকে ৪৫ হাজার টাকা। 

Nepal

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ