আজ, ৯ অগাস্ট দেশজুড়ে পালিত হচ্ছে মহরম (Muharram 2022) । রমজানের পর মহরমকে ইসলামে সবচেয়ে পবিত্র মাস হিসাবে বিবেচনা করা হয়। এটি,ইসলামিক ক্যালেন্ডারের (Islamic Calendar) প্রথম মাস । তাই এটিকে নতুন বছরের সূচনা হিসাবে ধরা হয় । আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র। তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ।
আরবী শব্দ 'মুহররম'-র অর্থ হল পবিত্র। এই পবিত্র মাসেই নবি মহম্মদ মক্কা থেকে মদিনায় যাত্রা করেছিলেন। মাসের ১০ম দিনটি আশুরা নামে পরিচিত। এটি মুসলমানদের কাছে অত্যন্ত দুঃখের দিন। এদিন কারবালায় নবি মহম্মদের নাতি হুসেনের হত্যা হয় । তাঁর জন্য এদিন শোক পালন করেন মুসলমানরা । সেদিনের বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম (Muharram)।
আরও পড়ুন, AC tips : এসির জন্য আর অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না, মেনে চলুন সহজ কিছু নিয়ম
শিয়া ও সুন্নি সম্প্রদায়ভুক্তদের মহরম উদযাপনের রীতি আলাদা । শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন,তাঁর পরিবার ও শহিদদের স্মরণ করেন। রাস্তায় তাঁরা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন। মহরমের নবম ও দশম দিন তাঁরা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পড়ার রীতি আছে। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ভুক্তরা, মহরম মাসের দশম দিনে রোজা রাখেন ।