আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে
-কখনও মুখ ফুটে বলি নি।
টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
-শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত
আমার ভালাবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।
সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। মায়েদের ভালবাসি, সে কথা বলার মতো জড়তা কাটাতে পারিনা অনেকেই। তা-ই বোধহয় আলাদা করে একটা দিন রাখা হয়েছে মায়েদের জন্য। ক্যালেন্ডার মেনে আজ সেই দিন, মাদার্স ডে।
ব্রিটেনের নিয়মে মে মাসের দ্বিতীয় রবিবার উদযাপিত হয় মাতৃ দিবস। একটা দিনে কী বা আসে যায়, তবে ভালবাসা জানানোর জন্য একটা ছুতো যদি থাকে থাকুক না। সব মায়েদের জন্য, অথবা মা না হয়েও মায়ের মতো মনের মানুষগুলোকে শুভেচ্ছা, কুর্নিশ।