বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক প্রৌঢ়াকে খুন করল দুষ্কৃতিরা। অস্ত্রের আঘাতে গুরুতর জখম তাঁর নাবালক ছেলেও। হাওড়ার বড়তলা থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম মীনাক্ষি ভট্টাচার্য। বয়স ৫৫ বছর। তাঁর ছেলে বিনায়ক ভট্টাচার্যও গুরুতর আহত। মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নাবালকের চিকিৎসা চলছে।
বড়তলা থানা এলাকার রায়বাগান স্ট্রিটের বাসিন্দা ওই প্রৌঢ়ার বাড়িতে সন্ধ্যা ৭টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ঢুকে পড়ে৷ তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। মা ও ছেলেকে সেই অস্ত্র দিয়ে কোপানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়তলা থানার পুলিশ। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মীনাক্ষিকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কেন হামলা তাও জানার চেষ্টা চলছে।