দ্রুতগতিতে ছুটছে জীবন । ইঁদুর দৌড়ে সামিল ছোট থেকে বড় সকলে । তাই সবারই একটু নিজের জন্য সময় বের করা প্রয়োজন । যাকে বলে মি-টাইম । এই একটু নিজের মতো করে সময় কাটানো, নিজের যত্ন নেওয়া ইত্যাদি । কিন্তু নতুন গবেষণা (New Study) বলছে, এই 'মি-টাইম' (Me-Time) মানুষকে সামাজিক হতে দেয় না । সামাজিক মেলামেশায় প্রভাব (Me-Time effect on Social Interaction) পড়ে ।
ইউনিভার্সিটি অফ বাফেলো-র তরফে এই সংক্রান্ত একটি গবেষণা করা হয়েছে । ৪১১ জনের উপর ওই গবেষণা করা হয় । তাঁদের প্রত্যেকের বয়স ছিল ১৮ থেকে ২৬ বছরের মধ্যে । গবেষণায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা দিনে ফোন কতক্ষণ ব্যবহার করেন, কতক্ষণ সময় একা কাটান, নিজের জন্য কাটান, আর সামাজিকতা বা বহির্জগতে মেলমেশা নিয়ে তাঁরা কী ভাবেন বা অনুভব করেন, সেবিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন ।
আরও পড়ুন, Smart Phone affecting marriage: স্মার্টফোনই খলনায়ক! বৈবাহিক জীবন তলানিতে! স্বীকার করছেন ভারতীয়রা
গবেষণায় দেখা গিয়েছে,এই মি-টাইম সামাজিক মেলামশায় প্রভাব ফেলে । কিছুক্ষেত্রে ভাল অনুভূতি এনে দেয় । আবার কিছু ক্ষেত্রে অন্যের সঙ্গে তাঁদের ব্যবহারের উপর প্রভাব ফেলে । কী কারণে তাঁরা এমন আচরণ করেন, তা এখনও গবেষণা করে দেখা হচ্ছে ।