অসুখ রয়েছে, শুনলেই সম্পর্কে এগোতে ভয় পায় সমাজ। সে অসুখ যদি মনের হয়, তাহলে তো সম্পর্কে যাওয়ার প্রশ্নই ওঠে না। ২০২৩ সালেও মনো রোগ নিয়ে এখনও নানা লুকোছাপা, ফিসফাস, অনেকটা এসব কারণেই তো। কিন্তু দুজনেরই মনোরোগ আছে, এমনটা হলে বরং বৈবাহিক সম্পর্কে এগোনো সহজ। এরকম মানুষের কথা ভেবেই তৈরি হয়েছে পাত্রপাত্রী খোঁজার ওয়েবসাইট।
সেই ম্যাট্রিমোনিয়াল সাইটের নাম ‘মনো ম্যারেজ’। সেখানে রেজিস্টার করেই খোঁজা যাবে মনের মানুষকে। পাত্র এবং পাত্রীপক্ষের মধ্যে যোগাযোগ করানো, এবং কথাবার্তা চালানো হয় চিকিৎসকের মাধ্যমে। মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা চিকিৎসক অবিনাশ যোশী এই সাইটটি খুলেছেন। ডঃ যোশীর বিশ্বাস, চিকিৎসক কথা বললে ভরসা বাড়ে। আর তা ছাড়া, কে সংসার পাতার মতো অবস্থায় আছেন, তাও বুঝতে হয় চিকিৎসককে।
OYO Hotels: বছর শেষে কাছের মানুষকে কাছ ছাড়া নয়, ৩১ ডিসেম্বর ৫ বছরের রেকর্ড বুকিং OYO-তে
বছর তিনেক ধরে চলছে ‘মনো ম্যারেজ’ ওয়েবসাইট। অল্প অল্প করে তার খবর ছড়িয়ে পড়ছে অনেকের মধ্যেই। তিন বছরে ৩০০ জন নাম লিখিয়েছেন এখানে।