বাঙালির সবচেয়ে প্রিয় সময়। এখন কেবল দিন গোনার পালা। দুর্গা পুজোর বাকি আর মাত্র কটা দিন। সপ্তাহান্তে শপিং থেকে বেড়াতে যাওয়ার প্ল্যান তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। তার আগে আরও একবার জেনে নিন এবার কোন দিন পড়েছে মহালয়া আর কবে বিজয়া দশমী?
বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ। এদিনই দেবীপক্ষের সূচনা। এরপর আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী। বাংলায় ২ কার্ত্তিক। অর্থাৎ ২১ তারিখ মহাসপ্তমী, ২২ তারিখ মহাষ্টমী , ২৩ তারিখ মহানবমী, ২৪ তারিখ দশমী। মহাষ্টমীতে সন্ধিপুজো সন্ধ্যা ৪.৫৪-তে শুরু। শেষ রাত ৫:৪২-এর মধ্যে।
এবার , মায়ের আগমন এবং গমন, দুই-ই ঘোটকে।