আজ কোজাগরী লক্ষ্মীপুজো । বাঙালি গৃহস্থের ঘরে ঘরে চলছে দেবীর আরাধনার প্রস্তুতি । ফলমূল, সবজি বাজারে ভিড় । লাইন পড়ে গিয়েছে মিষ্টির দোকানে । ওদিকে বাড়িতে আলপনা দিচ্ছে ছোটরা, আর বড়রা ব্যস্ত পুজোর জোগাড়ে । সব বাঙালি বাড়িতে লক্ষ্মীপুজোর দিনটা শুরু হয় এভাবেই । তারপর সন্ধেবেলায় ধূপ, ধুনো জ্বালিয়ে মন্ত্রোচ্চারণে, লক্ষ্মী পাঁচালিতে দেবীর আরাধনা হয় ঘরে ঘরে ।
‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। তাই অনেক জায়গায় রাত জেগে পুজো হয় দেবীর । আবার কোথাও রাত জেগে পুজো না হলেও, সারারাত বাড়িতে আলো জ্বেলে রাখার নিয়ম রয়েছে ।
দেবীকে ভোগ দেওয়ার নিয়মও একেক জায়গায় একএকরকম । পূর্ববঙ্গীয় বাঙালি পরিবারগুলিতে মা লক্ষ্মীকে আমিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। বাঙাল বাড়িতে জোড়া ইলিশ দেওয়ার রীতি আছে । কিন্তু, তা বলে সব বাঙাল বাড়িতেই ক্ষেত্রে এনিয়ম প্রযোজ্য নয় । কোথাও আবার মাছের পাঁচ রকম পদও রান্না করা হয় । পশ্চিমবঙ্গীয় বহু পরিবারে খিচুড়ি, তরকারি, বা লুচি-সুজি ভোগ দেওয়ার নিয়ম আছে ।
এডিটরজি বাংলার তরফে সকলকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা ।