আপনি সিঙ্গল? ভীষণভাবেই রেডি টু মিঙ্গল? কোথায় গেলে মনের মানুষ খুঁজে পাওয়া সবচেয়ে সোজা? শহরের হ্যাপেনিং ক্যাফে? কিম্বা ডেটিং অ্যাপ? নাহ। সাম্প্রতিক রিপোর্ট বলছে, এ সবের চেয়ে ঢের ভাল বিকল্প বিমানবন্দর।
এর একটা বড় কারণ, বিমানবন্দরে বেশ একটা রহস্য লেগে থাকে।
বিমানবন্দরে কাউকে পছন্দে হলে জানবেন তাঁর আর আপনার মধ্যে একটা অন্তত মিল থাকবেই। আপনারা দুজনেই কোথাও না কোথাও যাচ্ছেন। এরপর পড়ে রইল সেই সমাধান না হওয়া রহস্য, হাজারো প্রশ্ন। মানুষটা কোথায় যাচ্ছে? ঘুরতে না বাড়িতে? একা, না সঙ্গে কেউ আছে?
বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে অনেক সময় অ্যাংজাইটির সঙ্গে ভালো লাগাকেও গুলিয়ে ফেলি আমরা। হালে টিকটকারওরাও নিজের এই রকমের অভিজ্ঞতা শেয়ার করছেন hasgtagairportcrush-এই নামে।