সামনেই দীপাবলি, আলোর রোশনাইয়ে সাজবে গোটা দেশ। না, গোটা দেশ বলা ভুল হল। সাজবে না এই গ্রাম। গ্রামের নাম কোল্লুকুদিপাট্টী, তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম।
বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে এ গ্রামে দীপাবলিতে আলো জ্বলে না, বাজি ফাটে না, কারণ? পরিযায়ী পাখিদের কষ্ট হবে, তাই। যে সময়ে দাঁড়িয়ে হাত ধরার চেয়ে হাত ছাড়ায় বেশি অভ্যস্ত আমরা, সেখানে দাঁড়িয়ে একটা গ্রাম পাখিদের জন্য নিজেদের উদযাপন দূরে সরিয়ে রাখছে।
Science Of Love: 'ভালবাসার তুমি কী জান'? ভালবাসলে নাকি জিনেও আসে বদল! বলছে আধুনিক গবেষণা
তামিলনাড়ুর ভেট্টানগুড়ি পক্ষীরালয়ে প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৫ হাজার পরিযায়ী পাখি আসে, ২০০-এর বেশি প্রজাতির। কোনওটা সুইৎজারল্যান্ড থেকে, কোনওটা আবার ইন্দোনেশিয়া থেকে। ওদের জন্য অভয়ারন্য ওই গ্রাম। তাই দীপাবলিতে কোনোরকম বাজি ফাটে না এখানে, না শব্দবাজি, না আতসবাজি।
কেবল নিজেরটুকু নিয়ে বাঁচতে শেখা একটা সময়ে এক সংবেদনশীল যাপনের দৃষ্টান্ত গড়ছে কোল্লুকুদিপাট্টি।