দেখতে দেখতে চলে এল একটা নতুন বছর, ১৪৩০। বাংলার ঘরে ঘরে বর্ষবরণের প্রস্তুতি। লক্ষ্মী গণেশ পুজোর জন্য প্রতিমার দোকানে লাইন, বিক্রি হচ্ছে চড়া দামে। কেন বছরের প্রথম দিনে পূজিত হন লক্ষ্মী গণেশ, জানেন?
যে কোনও শুভারম্ভে গণেশ পুজোর পেছনে রয়েছে প্রচলিত একটি হিন্দু পুরাণের গল্প। গণেশ ও তাঁর ছোটভাই কার্তিকের মধ্যে ত্রিভূবণ পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল । কার্তিক ময়ূরে চড়ে ত্রিভূবন পরিক্রমায় পাড়ি দে ন। কিন্তু গণেশ শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেন । এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভূবন । খুশি হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেন। সেই থেকে সব পুজোর আগেই করা হয় গণেশ পুজো।
আর লক্ষ্মীর পুজো হয় ধনদেবীর আরাধনায়। সারা বছর গৃহস্থের আর্থিক সমৃদ্ধির কামনায় হয় ধন দেবীর কাছে প্রার্থনার চল বছরের প্রথম দিন।