আগামী ১৪ সেপ্টেম্বর ২৭ ভাদ্র কৌশিকী অমাবস্যা। কথিত রয়েছে এই দিনেই সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। এই অমাবস্যা নিয়ে পুরাণে কথিত অসংখ্য লোককথাও প্ৰচলিত রয়েছে। এই অমাবস্যার রয়েছে বিশেষ মাহাত্ম্যও।
১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩১ মিনিটে লাগছে কৌশিকী অমাবস্যা, শেষ হবে ১৫ তারিখ। কৌশিকী শব্দের আভিধানিক অর্থ হল আদ্যা শক্তির বিশেষ রূপ। এই রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যা মা। এই শুম্ভ নিশুম্ভ ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে কোনও পুরুষ তাঁদের বধ করতে পারবেন না৷ শুধু কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। এই তিথিতে আদ্যা শক্তি রূপে এই দুই অসুর বধ করেছিলেন কৃষ্ণবর্ণ দেবী কৌশিকী।