দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার দীপাবলির (Diwali) তোড়জোড় শুরু। আরাধনা হবে মা কালীর। নিয়ম নিষ্ঠা সহকারে কালীর (Kali Puja) আরাধনা করা হয়। দীপাবলি আলোর উৎসব। এই সময় আলোয় সেজে উঠবে চারিপাশ,দূর হবে অন্ধকার গ্লানি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। হিন্দু শাস্ত্র মতে অমাবস্যার রাতে শক্তির আরাধনা করা হয়। কোথাও কোথাও এই তিথিতে লক্ষ্মী-গণেশ পুজোও করা হয়। এই বিশেষ রূপকে বলা হয় দীপান্বিতা।
আরও পড়ুন: সামনেই দীপাবলি, কীভাবে সুসজ্জিত করে তুলবেন ঘরকে, রইল কয়েকটি টিপস
চলতি বছরে কালী পুজোর দিনক্ষণ-
চলতি বছরে কালী পুজো ২৪ অক্টোবর অর্থাৎ সোমবার। সোমবার অমাবস্যা লাগবে ৪টা বেজে ৫৭ মিনিট ৬ সেকেন্ডে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ২৫ তারিখ অমাবস্যা ছেড়ে যাবে ৪টা বেজে ২৬ মিনিট ২৬ সেকেন্ডে ছাড়বে অমাবস্যা। অমৃতযোগ থাকবে সকাল ৭টা ২০ থেকে রাত ৩টা ১৬ মিনিট পর্যন্ত।
শক্তির সাধনাতে মোক্ষ ও মুক্তি লাভ করতে শাক্তমতে কালী পুজো করা হয়। সারা রাত্রি ব্যাপী চলে কালী পুজোর আয়োজন। যত অশুভ চিন্তা, অশুভ শক্তি দূর হয় মা কালীর আরাধনায়। এই তিথি ছাড়াও মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী, এবং জৈষ্ঠ্যমাসের কৃষ্ণা চতুর্দশীতে মা কালীর আরও দুই রূপের পুজো হয়।