বাংলায় পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) হিসেবে পালন করা হয় । এদিন, বাঙালির ঘরে ঘরে পুজো হয় । মকর সংক্রান্তির দিন পবিত্র গঙ্গায় স্নান করে সূর্য পুজোর রীতি রয়েছে । আর সংক্রান্তি মানেই তো পিঠে, পুলি, পায়েস...কত কী ! তবে মকর সংক্রান্তি শুধু বাঙালির উৎসব নয় । গোটা দেশে মকর সংক্রান্তি (Makar Sankranti Date ) বিভিন্ন নামে পালন করা হয় । গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু , তামিলনাড়ুতে পোঙ্গল নামে খ্যাত । মকর সংক্রান্তির দিন কোথাও কোথাও ঘুড়ি ওড়ানোরও রীতি রয়েছে । এবছর কবে পড়েছে মকর সংক্রান্তি ? জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময়
মকর সংক্রান্তির শুভ দিন ও সময়
জানা গিয়েছে, ২০২৪ সালে মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি পালিত হবে । পঞ্জিকা মতে, ১৪ জানুয়ারি সূর্য স্থান পরিবর্তন করবে মধ্যরাতে, তাই ১৫ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি । এদিন, সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত তিথি থাকবে ।
গঙ্গাসাগর
মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে ভোরবেলা থেকেই পূণ্য স্নান শুরু হয় । সূর্য পুজোর মধ্যে দিয়ে লাখো লাখো ভক্ত পূণ্য অর্জনে ডুব দেন সাগরে । শুধু গঙ্গাসাগর (Ganga sagar ) নয়, এলাহাবাদের প্রয়াগে এবং দেশের বিভিন্ন পুণ্য নদীতে মকর সংক্রান্তি উপলক্ষে ভিড় করেন পূণ্যার্থীরা ।