Durga Puja 2022 Date Time : মহালয়া থেকে দশমী, একনজরে ২০২২ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

Updated : Oct 20, 2022 12:14
|
Editorji News Desk

Durga Puja 2022 Date Time : বাঙালির বারো মাসে তেরো পার্বণ । আর সবথেকে বড় পার্বণ হল দুর্গাপুজো (Durga Puja 2022) । পুজো মানেই চারটে দিন চুটিয়ে আনন্দ, খাওয়া-দাওয়া । তবে,এখন কিন্তু আর চারটে দিনে মোটেই সন্তুষ্ট নয় বাঙালি । সেলিব্রেশন শুরু হয়ে যায় একেবারে মহালয়ার পরের দিন থেকেই । আর পুজোর প্রস্তুতি ? তারও আগের থেকে শুরু হয়ে যায় । এবছরের পুজো কিন্তু বেশ তাড়াতাড়ি । আপনিও প্রস্তুতি শুরু করে দিয়েছেন তো ? না করে থাকলে, এখনই করে ফেলুন...পুজোর আর বেশিদিন কিন্তু বাকি নেই । ২০২২ সালে দুর্গাপুজো (Durga Puja 2022 Date timing) কবে, একনজরে দেখা নেওয়া যাক ।

২০২২ সালে দেবী দুর্গার আগমন হবে গজে । শাস্ত্রে বলা হয়েছে, দেবী দুর্গার গজে আগমনের ফলে চারিদিকে শস্যের উৎপাদন বাড়ে । সুখ, সমৃদ্ধি হয় । অন্যদিকে, এবার দেবীর গমন হবে নৌকায় । যার ফল খুব একটা শুভ নয়। বন্যার আশঙ্কা থাকে । 

মহালয়া (Mahalaya) 

পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু । ভোরবেলা রেডিওতে  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর রীতি রয়েছে আজও । অনেকে আবার টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখেন মহালয়ার প্রোগ্রাম । এদিন, ভোরবেলা ঘাটে ঘাটে  পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করবে বাঙালি । এবছরের মহালয়া পড়েছে রবিবার ২৫ সেপ্টেম্বর ।

পঞ্চমী-ষষ্ঠী (Panchami-Sasthi)

এবছর পঞ্চমী পড়েছে ১৩ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর । দিনটা শুক্রবার ।  ষষ্ঠী পড়েছে ১ অক্টোবর,  শনিবার (১৪ আশ্বিন) । এদিন, মায়ের বোধন , আমন্ত্রণ, চক্ষুদান ।

আরও পড়ুন, Janmashtami Recipe : জন্মাষ্টমীতে গোপালের ভোগ মানেই তালের ক্ষীর, কীভাবে বানাবেন ? আপনাদের জন্য রইল রেসিপি
 

সপ্তমী (Saptami)

মূল পুজো শুরু সপ্তমী থেকেই । শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয় । এবছর সপ্তমী পড়েছে ২ অক্টোবর (১৫ আশ্বিন) ।  সপ্তমীতেই হয় নবপত্রিকার স্নান । 

অষ্টমী (Ashtami)

অষ্টমী হল ১৬ আশ্বিন, ৩ অক্টোবর । এদিন, সকালে হল কুমারী পুজো । বিকেলে সন্ধিপুজো । 

নবমী (Nabami)

'ওরে নবমী নিশি না হইও রে অবসান'... নবমী আসা মানেই বাঙালির মন খারাপের শুরু । পরের দিনই মা চলে যাবেন কৈলাশে । আবারও এক বছরের অপেক্ষা । এবার নবমী পড়েছে ১৭ আশ্বিন, ৪ অক্টোবর ।

দশমী (Dashami)

বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, বুধবার (১৮ আশ্বিন) । অর্থাৎ মায়ের গমন বুধবার হবে । বনেদি বাড়িগুলিতে দশমীর দিনই মা দুর্গার বিসর্জন হয় । সিদুর খেলায় মেতে ওঠে বাড়ির মেয়ে-বউরা । চোখে জল নিয়ে চলে মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের প্রণাম ও ছোটদের বিজয়ার শুভেচ্ছা । সেইসঙ্গে, পরের বছরের জন্য শুরু হয় দিনগোনা ।

Durga AshtamiDurga PujaDurga Puja 2022

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ