বিশ্বে কোন দেশের মানুষ বেশিদিন বাঁচে জানেন ? একটা নয়, তালিকায় রয়েছে পাঁচ-পাঁচটা নাম । জাপান (Japan),স্পেন (Spain), সিঙ্গাপুর (Singapore), সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া । এই দেশগুলিতে হয়তো ঘুরতে গিয়েছেন, কিন্তু, গড় আয়ুর মতো বিশেষ বৈশিষ্ট্যের কথা জানতেন ? আজ জেনে নেওয়া যাক এমন পাঁচটি দেশ সম্পর্কে, যেখানে মানুষের গড় আয়ু (People Live Longer) সবথেকে বেশি ।
জাপানিদের গড় আয়ু ৮৩ । WHO-র মতে, জাপানি ব্যক্তিরা তাদের জীবনের ৭৫ বছর কোনও প্রতিবন্ধকতা বা অসুস্থতা ছাড়াই নিখুঁতভাবে বেঁচে থাকতে পারে ।
স্বাস্থ্য সচেতনতা ও ভূমধ্যসাগরীয় খাদ্যাভাস স্পেনের গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ । যা মানুষকে অনেকদিন বেঁচে থাকতে সাহায্য করে
আরও পড়ুন, Monsoon Offbeat Destination: অগাস্টের ছুটিতে কোথায় ঘুরবেন? লিস্টে থাক রাজ্যের এই জায়গাগুলি
সিঙ্গাপুরবাসীদের গড় আয়ু ৮৩.১ বছরের বেশি । দেশটি স্বাস্থ্য সচেতন । স্বাস্থ্য পরিকাঠামো ভাল, যা দীর্ঘ আয়ুতে অবদান রাখে ।
সুইজারল্যান্ডের মানুষও বেশিদিন বাঁচে । এখানকার লাইফস্টাইল, স্বাস্থ্য পরিষেবা বেশ উন্নত ।
দক্ষিণ কোরিয়াই এমন একটি দেশ, যার গড় আয়ু ছুঁতে চলেছে ৯০ বছর। উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার পরিবর্তনের আয়ু বৃদ্ধিতে সাহায্য করেছে ।