গরমে পুড়ছে বাংলা । বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা । কিন্তু, কিছু মানুষকে তো রুজি-রুটির প্রয়োজনে বেরোতেই হয় । প্রতিদিন অফিস, কিংবা গরমে তেতেপুড়ে যাঁরা হকারি করছেন, ঘেমে-নেয়ে তৈরি করছেন অট্টালিকা, রোদের হাত থেকে রেহাই নেই তাঁদের । সেক্ষেত্রে, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন । তাই,বাড়ি থেকে বেরনোর আগে কিছু জিনিস মাথায় রাখুন, তীব্র গরমে যা আপনাকে সতেজ, সুস্থ ও ঠান্ডা রাখবে ।