বিবাহিত মহিলাদের জন্য বড় উৎসব হল করবা চৌথ (Karwa chauth 2022) । এদিন, স্বামীর দীর্ঘায়ু কামনা করে ও সুখী দাম্পত্য জীবনের জন্য নির্জলা উপবাস থাকেন মহিলারা । সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে করবা চৌথ (Karwa chauth 2022) পালন করা হয় । এবছর করবা চৌথ পালন করা হবে ১৩ অক্টোবর ।
করবা চৌথ পড়ছে ১৩ অক্টোবর রাত ১.৫৯ মিনিটে । তিথি সমাপ্ত হচ্ছে ১৪ অক্টোবর রাত ৩.০৮ মিনিটে । ব্রতর সময় ভোর ৬.২০ মিনিট থেকে রাত ৮.০৯ মিনিট পর্যন্ত । পুজোর শুভ সময় ১৩ অক্টোবর বিকাল ৫টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যে ৭ টা ৯ মিনিট পর্যন্ত । চাঁদের মুখ দেখেই ব্রত ভঙ্গ করা হয় । চন্দ্রোদয়ের সময় অবশ্য সঠিকভাবে বলা যায় না । বিভিন্ন জায়গায় চন্দ্রোদয়ের সময় ভিন্ন ।
সূর্যোদয়ের সময় থেকেই শুরু হয়ে যায় করবা চৌথের ব্রত । সূর্যোদয়ের আগে সারগি খাওয়ার নিয়ম আছে । সারগি সাধারণত শাশুড়ি তাঁর বউমাদের দেন । সারগি খাওয়ার পর সারাদিন উপোস থাকতে হয় মহিলাদের । সন্ধ্যেবেলায় পুজো শুরু হয় । তখন বিবাহিত মহিলারা এক জায়গায় জড়ো হয়ে করবা চৌথ উপবাসের গল্প শোনেন । পুজোর পর চাঁদ দেখার পালা । চন্দ্রের পুজোর পর চালুনিতে চাঁদ ও স্বামীর মুখ দেখে উপবাস ভেঙে ব্রত সম্পন্ন করেন মহিলারা । স্বামীর দীর্ঘমেয়াদি জীবনের জন্য এই ব্রত রাখেন সধবা মহিলারা ।