22nd July in history: রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়, চন্দ্রযান ২ এর যাত্রা, ইতিহাসের চোখে ২২ জুলাই

Updated : Jul 22, 2023 06:26
|
Editorji News Desk

ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি  হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে। 

আজকের তারিখ, অর্থাৎ, ২২ জুলাই (22nd july), আমেরিকার আক্রমণে ইরাকে সাদ্দাম হোসেনের দুই পুত্রের মৃত্যু হয়। ২০০৩ সালে। এই ঘটনাকে প্রবল প্রতাপান্বিত সাদ্দাম হোসেনের (Saddam Hossain) রক্ষণে প্রথম জোরালো আক্রমণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যা, কার্যত তাঁকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছিল। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর সাদ্দামের ফাঁসি হয়।

আরও পড়ুন: কলকাতায় রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা, লর্ডসে টেস্ট, প্রতিভা পাটিলের জয়,ইতিহাসের চোখে ২১ জুলাই

২২ জুলাইয়ের ইতিহাসের সঙ্গে জুড়ে আছে ভারত তথা বাংলাও। কীভাবে জানেন? ২০১২ সালের ২২ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হয়েছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় (Pranab mukherjee)। দেশের প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র বাঙালি রাষ্ট্রপতিও ছিলেন তিনিই।

সম্প্রতি, ইসরোর চন্দ্রযান ৩-এর সফল (Chandrayaan 3) উৎক্ষেপণ নিয়ে যে নানাবিধ আলোচনা ও পর্যালোচনা চলছে সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই, জানেন কি ইসরোর ঠিক আগের চন্দ্রযানটি, অর্থাৎ, চন্দ্রযান ২ এর যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ২২ জুলাই তারিখেই।

দিনের শেষে মানুষের কাছে, সভ্যতার কাছে বলার মত জিনিস বলতে পড়ে থাকে তো এই ইতিহাসই। ২২ জুলাইকে (On this day in history) কেন্দ্র করে গড়ে ওঠা নানা ঐতিহাসিক ঘটনা ফের একবার এই কথা আমাদের মনে করিয়ে দেয়।

History

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ